সংস্কৃত কম্পিউটার প্রোগ্রামিং ভাষা .sanskrit programming language
নাসা ঘোষণা করেছিল যে সংস্কৃতটি সেরা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা? এটিএকটি নমনীয় ভাষা
সংস্কৃত, যার অর্থ 'নিখুঁত' বা 'পরিশ্রুত', প্রাচীনতম, যদি না প্রাচীনতম, সব প্রমাণিত মানব ভাষাগুলির মধ্যে একটি। এটি ইন্দো-ইউরোপীয় বংশের ইন্ডো-আর্যন শাখার অন্তর্গত। সংস্কৃতের প্রাচীনতম সংস্করণটি বৈদিক সংস্কৃত
রিক ব্রিগসের একটি কাগজ ছিল, 1985-তে (ভলিউম 6 নম্বর 1) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পত্রিকার বসন্ত ইস্যুতে প্রকাশিত, 'সংস্কৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান প্রতিনিধিত্ব' করে।
"একটি প্রাকৃতিক ভাষা একটি কৃত্রিম ভাষা হিসেবে কাজ করতে পারে", কাগজে কোথাও ব্রিগস দাবি করেন যে সংস্কৃত "কম্পিউটার সফটওয়্যারের জন্য সবচেয়ে উপযুক্ত ভাষা"
Christopher Nolan এর মুভগুলোর মধ্যে আরেকটি মাস্টারপিস মুভি হচ্ছে ইন্টারস্টেলার যেটা কিনা বৈজ্ঞানিক কল্পকাহিণি। একে কল্পকাহিণী বললেও এতে যেই তত্ত্বটা বর্ণনা করা হয়েছে তা এডভান্স ফিজিক্সেরই তত্ত্বসমষ্টি।
আমি বারংবার ইংরেজি ক্লাসিক ঘড়ানার তাত্ত্বিক মুভিগুলোতে ভারতের উল্লেখ পেয়েছি।
ইন্টারস্টেলার বার বার দেখা সত্ত্বেও এই ঘটনাটা খেয়াল করিনি।
ইন্টারস্টেলার বার বার দেখা সত্ত্বেও এই ঘটনাটা খেয়াল করিনি।
কুপার যেই সিস্টেমের সাহায্যে ইন্ডিয়ান ড্রোন হ্যাক করে, সেই সিস্টেমটা সংস্কৃতে লেখা! (দেবনাগরী তে)
অনেকে এ বিষয়ে ইউটিউবে করা ভিডিও টিতে আপত্তি করছে। আপত্তি কারকরা হচ্ছে এক দলীয় তথা কথিত উচ্চ শিক্ষিত সম্প্রদায়।
তাদের অভিযোগ এটা নাকি ড্রোনের আইডেন্টিটি ছিল।
আচ্ছা ভাই এটা তো একটা মুভি !
মুভিতে কোন ল্যাঙ্গুয়েজ দেখানো হবে সেটা ঠিক করবে ডাইরেক্টর। তো নোলান হঠাৎ চিরায়ত প্রোগ্রামিং লাঙ্গুয়েজ যেগুলো কিনা ইংরেজি হরফে লেখা হয় সেগুলো বাদ দিয়ে দেবনাগরি ব্যবহার করল কেন? ওর মাথায় কি ভুত চেপেছিল?
মুভিতে কোন ল্যাঙ্গুয়েজ দেখানো হবে সেটা ঠিক করবে ডাইরেক্টর। তো নোলান হঠাৎ চিরায়ত প্রোগ্রামিং লাঙ্গুয়েজ যেগুলো কিনা ইংরেজি হরফে লেখা হয় সেগুলো বাদ দিয়ে দেবনাগরি ব্যবহার করল কেন? ওর মাথায় কি ভুত চেপেছিল?
এর কারন হচ্ছে উচ্চ মহলে উপনিষদ নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়। এবং উচ্চ মহল থেকেই গুঞ্জন উৎে সংস্কৃতকে প্রোগ্রাম করার জন্য ব্যবহার করতে। আর এটা আমরা যারা সংস্কৃতের মূল্যায়ন বুঝি তারা উপলব্ধি করতে পারি এই ভাষা কেন এত গুরুত্বপূর্ণ।
চিত্র: সংস্কৃতে চলিত প্রোগ্রামের সিনেমায় দেখানো নমুনা। ( সোর্স - ইন্টারস্টেলার মুভি)আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (AL) নামক বিখ্যাত ম্যাগাজিনে নাসা গবেষক রিক ব্রিগস বলেছেন, “বিগত ত্রিশ বছর যাবৎ আমরা কম্পিউটার প্রসেসিং করার উদ্দেশ্যে একটি প্রাকৃতিক ভাষার সন্ধানে বহু সময়, অর্থ, শ্রম দিয়েছি । অবশেষে প্রায় ১০০০ বছরের প্রাচীন একমাত্র সংস্কৃত ভাষাই আমাদের প্রচেষ্ঠাকে সফল করেছে । সাম্প্রতিক তথ্যমতে, নাসার বিজ্ঞানীগণ খুব শীঘ্রই ৬ষ্ঠ প্রজন্ম এবং ৭ম প্রজন্মের দ্রুত গতির সুপার কম্পিউটার নির্মাণ করতে যাচ্ছে যেটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হবে সংস্কৃত ভাষা দিয়ে । এই প্রজেক্টটি কাজ শেষ হবে ২০২৫ সালে (৬ষ্ঠ প্রজন্ম), এবং ২০৩৪ সালে (৭ম প্রজন্ম), পৃথিবীর বহু ভাষাবিদগণ ধারণা করছেন যে, নাসা এই প্রকল্প শেষ করার পর পৃথিবীতে সংস্কৃত ভাষা তুমুল জনপ্রিয় হবে এবং একটি বৃহৎ পূর্ণজাগরণ ঘটবে । নাসার বিজ্ঞানীরা বলেছেন যে, সংস্কৃত ভাষায় তৈরি ঐ সকল বৈদিক শব্দসমূহ জাদুর মত কাজ করবে ।” পৃথিবীর বিভিন্ন দেশে সংস্কৃত ভাষাকে নিয়ে বহু বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে । যেমন – আমেরিকান সংস্কৃত ইনস্টিটিউটসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃত ভাষা চর্চা করে যাচ্ছেন । তথ্যসূত্র – ইন্টারনেট, জার্নাল । শ্রীল প্রভুপাদ - “সংস্কৃত হচ্ছে সকল ভাষার মাতা । স-ং-স-কৃ-ত, শব্দটি অর্থই হচ্ছে ‘ভাষা’ । অতএব এটিই হচ্ছে প্রকৃত ভাষা যা শুধুমাত্র এই গ্রহেই নয়, সমগ্র ব্রক্ষ্মান্ডে ব্যবহৃত হচ্ছে ।”
NASA announces that Sanskrit is the best computer programming language or is that just a hoax?
There was a paper by Rick Briggs, published in the spring issue of Artificial Intelligence magazine in 1985 (Volume 6 Number 1), entitled ‘Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence.
No comments