আমার মৃত্যু নাই" -ক্ষুদিরাম বসু


আমি গীতা পড়েছি,আমার মৃত্যু নাই

আমার মৃত্যু নাই" -ক্ষুদিরাম বসু।
আজ ১১আগস্ট বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস। বৃটিশদের বিরুদ্ধে আন্দোলন করার কারনে ১৮ বছর ৮ মাস বয়সে ইংরেজরা তাকে ফাসি দেন। ফাঁসি দেওয়ার পূর্বে ইংরেজরা তাকে জিজ্ঞাস করে মৃত্যুর পূর্বে উনার শেষ ইচ্ছা কী। উনি বলেন আমি ভারতবাসীকে শিখিয়ে দিতে চায় বোমা কীভাবে তৈরি করে?? 
তখন ইংরেজরা বলে, ফাঁসির সামনে দাড়িয়ে আছো, সামনে মুত্যু, এখনো এই কথা বলছো!!!!! তোমার মৃত্যু নেই?? 
তখন বীর ক্ষুদিরাম বলল,
"আমি গীতা পড়েছি, আমার মৃত্যু নেই"

No comments

Powered by Blogger.