জ্ঞান ইন্দ্রিয়ের বিষয় নয়

জ্ঞান ইন্দ্রিয়ের বিষয় নয়

মুণ্ডক উপনিষদ্ ১/১/৬ নং শ্লোক খুব পরিষ্কার করে ঈশ্বরের পরিচয় নিম্নরূপ শব্দে প্রদান করে-
"যিনি হলেন অদৃশ্য, জ্ঞান ইন্দ্রিয়ের বিষয় নয়, কর্ম ইন্দ্রিয় থেকে অগ্রাহ্য, তার না কোন গোত্র, না আছে বর্ণ, না যাঁর হাত পা বা চোখ কান আছে, যিনি সর্বদা নিরবয়ব, যিনি নিত্য এবং সর্বত্র ব্যপ্ত, সবার মধ্যে অন্তর্নিবিষ্ট, অতি সূক্ষ, অব্যয়, নির্বিকার এবং যিনি হলেন সমস্ত চরাচর জগতের কারণ, তাঁকে ধীর পুরুষ দেখেন(চর্ম চক্ষু দ্বারা নয়, দিব্য(জ্ঞান) চক্ষু দ্বারা দেখেন) এবং জানেন।"
ওম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।।


No comments

Powered by Blogger.